লিবিয়ায় জনপ্রিয় হয়ে উঠছে নারীদের ক্যাফে
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে জনপ্রিয় হয়ে উঠছে শুধুমাত্র নারীদের জন্য পরিচালিত ক্যাফে। প্রতিদিন ভিড় বেড়েই চলেছে এমন ধরনের ক্যাফেতে। এসব ক্যাফে নারী গ্রাহকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশও নিশ্চিত করেছে।
শুধুমাত্র নারীদের জন্য খোলা এমন একটি ক্যাফে হচ্ছে ‘ম্যাঙ্গু’। এটা প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর এ ক্যাফে চালু করা হয়। গাদ্দাফির শাসনামলে এ ধরনের ক্যাফে খোলার অনুমতি ছিল না।
এসব ক্যাফে নারীদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করছে এবং নানা সামাজিক অনুষ্ঠানে পারস্পরিক যোগাযোগের সুযোগ করে দিচ্ছে। চা-কফির পাশাপাশি দুপুরের কিংবা রাতের খাবারের ব্যবস্থাও থাকে এসব ক্যাফেতে।
ম্যাঙ্গু ক্যাফের মালিক জালাল আল-নাকুশ জানান, “এ ধরনের ক্যাফের প্রয়োজনীয়তা ও ব্যাপক চাহিদা থাকার পরও গাদ্দাফির আমলে তা করা যায়নি। এ জন্য বিপ্লবের পর আমরা তা করলাম।”
শুধুমাত্র নারীদের জন্য এমন ক্যাফে চালু করার পক্ষে মতামত দিয়েছেন লিবিয়ার বহু নারী। তারা একে চমৎকার ধারণা বলে উল্লেখ করেছেন।