কুয়েত রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান
মঈন উদ্দিন সরকার: এই প্রথম কুয়েত রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীনের প্রচেষ্টায় কুয়েত এর সূচনা হয়েছে। গত ১৮ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত কুয়েতে রেডিওর এএম ৯৩.৩ এবং এফএম ৯৬৩ মিটার ব্যান্ডে বাংলা ভাষায় অনুষ্ঠান সমপ্রচার হয়। কুয়েত রেডিওতে এই প্রথমবারের মতো বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপন করেন কে এম আলী রেজা, সাদিকা ইয়াসমিন ও আতাউল গনি। এ অনুষ্ঠানটি একই সময়ে কুয়েতের আব্বাসিয়া টুরিস্টিক পার্কে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বৈশাখী মেলায় সরাসরি সমপ্রচার করা হয়। বৈশাখী মেলায় উপস্থিত প্রায় পঁচিশ হাজার বাংলাদেশি উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে রাষ্টদূতের ধারণকৃত বক্তব্য প্রচারিত হয়। তিনি তাঁর বক্তব্যে কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রচারের প্রেক্ষাপট ও এর কার্যকারীতার বিভিন্ন দিক তুলে ধরেন। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলায় অনুষ্ঠান প্রচারের বিষয়টি ব্যাপক সাড়া জাগিয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে প্রচারের জন্য দূতাবাস কমিউনিটি সদস্যদের সক্রিয় সহযোগিতা আশা করেছেন। কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান প্রাথমিক পর্যায়ে সপ্তাহে তিন দিন এক ঘণ্টা করে প্রচারিত হবে। কিছুদিন পর থেকে প্রতিদিন অনুষ্ঠান প্রচারিত হবে।