সিক্স মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি বহাল
রাজধানীর পল্লবীতে একই বাড়ির ছয় গৃহকর্মীকে হত্যা মামলায় তিন আসামিকে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ ওই মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল নিষ্পত্তি করে এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মাসুদ, জাকির হোসেন বাহার ও কামরুজ্জামান। খালাস পেয়েছেন মো. আজিম।
২০০৬ সালের ১৩ অক্টোবর রমজানের রাতে রাজধানীর পল্লবী অবাসিক এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের চিনে ফেলায় ওই বাড়ির ছয় গৃহকর্মীকে হত্যা করে ডাকাতরা। এ ঘটনায় পরের দিন বাড়ির মালিক সিরাজুল হক বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় গৃহকর্তার সাবেক গাড়ি চালক মাসুদ মাতুব্বরকে ঘটনার এক বছর পর গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়। ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এএইচ এম মোস্তাক আহম্মেদ আসামিদের ফাঁসির আদেশ দেন।