মার্স ভাইরাসে সৌদি আরবে বাংলাদেশী নারীর মৃত্যু
সৌদি আরব মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশী নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৪০-এর বেশি। তার নাম জানা যায়নি। শনিবার তিনি মারা যান। এ নিয়ে এই রোগে সৌদি আরবে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯২। ২০১২ সালে সৌদি আরবে রোগটি দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত ৩১৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার নতুন করে যে পাঁচজন মারা যায়, তাদের একজন বাংলাদেশী, দুজন ফিলিস্তিনি, বাকি দুজন সৌদি। এই রোগ নিয়ে আতঙ্ক যাতে না ছড়ায় সেজন্য বাদশাহ আবদুল্লাহ রেড সি নগরী সফর করেন। মার্স ভাইরাস প্রাণঘাতী হলেও তেমন দ্রুতহারে ছড়ায় না। এই রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর, নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি বিকল হয়ে যায়।