বাংলাদেশে অর্থ সহায়তা অব্যাহত থাকবে : আইডিবি প্রেসিডেন্ট
ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি’র প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলী বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আইডিবি’র অর্থ সহায়তা অব্যাহত থাকবে। আইডিবি’র অর্থায়নে নির্মিত স্কুল-কাম সাইকোন শেল্টারগুলিতে ছাত্র-ছাত্রীদের মানসম্মত শিক্ষা দান করার মাধ্যমে সুন্দর জীবন গঠন করার জন্য সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
রোববার দুপুর ১টায় আইডিবি’র অর্থায়নে শরনখোলা উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাই স্কুল কাম সাইকোন শেল্টার উদ্বোধন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন ইআরডি সচিব মোঃ মেজবাহা উদ্দিন, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব কাজী আকতার হোসেন, ফায়েল-খায়ের প্রকল্পের উপদেস্টা ও ব্র্যাক ইউনির্ভসিটির সাবেক ভাইস চ্যান্সেলর ড. জামিলুর রেজা চৌধুরী, বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ শুকুর আলী, উপ-সচিব ফাতিমা ইয়াসমিন, পুলিশ সুপার মোল্লা নিজামুল হক, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকেন্দার আলী খাঁন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সিইও মোঃ ফজলুর রহমান, কো- অর্ডিনেটর ড. এস সালেম, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, ইউএনও কে, এম মামুন উজ্জামান প্রমূখ। এর পূর্বে আইডিবি’র প্রেসিডেন্ট স্কুল কাম শেল্টারের নামফলক উন্মোচন শেষে ফায়েল খায়ের সুবিধাভোগী নারীদের সাথে মতবিনিময় ও সুদমুক্ত ঋণের চেক প্রদান করেন।
আইডিবি প্রেসিডেন্ট ড. আলী দুপুরে সোয়া ১টায় হেলিকপ্টারে করে উপজেলা সদরের রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে সফর সঙ্গীদের নিয়ে হেলিপ্যাডে অবতরণ করেন।
শরণখোলা ফায়ের খায়ের প্রকল্পের ইউনিট ইন-চার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ জানান, আইডিবি ও আইবিএফ’র পরিচালনায় সিডরে ক্ষতিগ্রস্ত উপজেলার ৯ হাজার ৭ শ’ পরিবারকে বিনা সুদে ১৫ কোটি ৪৯ লাখ ৮০ হাজার টাকা ঋণ দিয়েছে। এছাড়া বিশেষজ্ঞ প্রশিক্ষক কৃষি, মৎস্য চাষ ও পশু পালনের উপর ১০৭টি প্রোগ্রামের মাধ্যমে ৪ হাজার ৮’শ ১৫টি পরিবারকে হাতে-কলমে প্রশিন দিয়ে স্বাবলম্বী করে তোলা হয়েছে। ফায়েল খায়ের প্রকল্প সূত্রে জানা যায়, এ প্রকল্পের অধীন দেশের উপকূলীয় অঞ্চলে ২০০টি শেল্টার নির্মিত হবে। এর মধ্যে ২৪টির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শেল্টার ও অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করতে আইডিবি ১৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে।