টাইটানিকের শেষ চিঠি ২ লাখ ডলারে বিক্রি
১৯২১ সালে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ থেকে উদ্ধারকৃত শেষ চিঠি শনিবার বৃটেনে নিলামে বিক্রি করা হয়েছে। দুই লাখ ডলারে একজন এটা কিনে নেন। চিঠিটি জাহাজ ডোবার কয়েক ঘণ্টা আগে টাইটানিকের দ্বিতীয় শ্রেণীর যাত্রী ইশতার হার্ট লিখেছেন বলে জানা যায়।
নিলামের আয়োজকরা জানান, চিঠিটি নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দুই লাখ ডলারে কিনে নেন, যা পূর্বের রেকর্ড ভেঙে দেয়। এর আগে টাইটানিক সংশ্লিষ্ট একটি চিঠি ৯৪ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
চিঠির লেখক কানাডার নাগরিক হার্ট তার স্বামী ও কন্যাসহ টাইটানিকের যাত্রী ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার সময় হার্ট ও তার মেয়ে লাইফবোর্ডে উঠলে একটি উদ্ধারকারী জাহাজ তাদের উদ্ধার করে। তবে তার স্বামী পানির স্রোতে হারিয়ে যান।