পদত্যাগের ঘোষণা দ. কোরিয়ার প্রধানমন্ত্রীর
ফেরি দুর্ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওন। রোববার সকালে দেশটির রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন চাং হং-ওন।
দুর্ঘটনা প্রতিরোধ ও উদ্ধার তৎপরতায় ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে চাং হং-ওন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ফেরি দুর্ঘটনার দায় আমার।
চাং হং-উন আরও বলেন, ‘আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই সময় পরিস্থিতি মোকাবিলা করাই ছিল প্রধান কাজ। আমি মনে করেছি, পদত্যাগের আগে সাহায্য করাই ছিল একটি দায়িত্বশীল কাজ। প্রশাসনের বোঝা না হতে এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য গত ১৬ এপ্রিল ৪৭৬ জন আরোহী নিয়ে দক্ষিণ কোরিয়ার উপকূলে একটি ফেরি ডুবে যায়। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। অনেকেই নিখোঁজ রয়েছে।