মুসলিমদের দমিয়ে মিয়ানমারে সফলতা আসবে না

Obamaমিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগণের অধিকারের সুরক্ষা পুরোপুরি হচ্ছে না। মুসলিমদের দমিয়ে রাখলে মিয়ানমারে সফলতা আসবে না বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
মালয়েশিয়া সফরকালে ওবামা এক সময় একঘরে হয়ে যাওয়া মিয়ানমরে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া চালুর প্রশংসা করলেও সতর্ক করে বলেছেন, গণতন্ত্রায়নের বিপদ হচ্ছে এতে করে ধর্মীয় ও জাতিগত সংঘাত ছড়িয়ে পড়তে পারে। আর তা হলে মিয়ানমার পরিস্থিতি অবনতির দিকে গড়াতে পারে।
দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে তরুণ নেতাদের এক বৈঠকে ওবামা বলেন, আপনাদের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী আছে। যাদেরকে সবসময় হেয় করেই রাখা হয় এবং তাদের অধিকারও পুরোপুরি রক্ষা করা হয় না।
তিনি বলেন, মুসলিম জনগোষ্ঠী অবদমিত থাকলে মিয়ানমারে কখনো সফলতা আসবে না।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামপ্রতিক কয়েক বছরে রোহিঙ্গা মুসলমানরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এবং ও অন্যান্য পর্যবেক্ষকরা এর নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button