মুফতি ইজাহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ইজাহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান এ আদেশ দেন।
সম্পদের বিবরণী দাখিলের নোটিশ অমান্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইজাহারের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।
এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক সাংবাদিকদের জানান, মুফতি ইজাহারের বিরুদ্ধে দুদকের করা নোটিশ অমান্যের মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সাথে পলাতক ইজাহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
একই অভিযোগে ২১ এপ্রিল ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। দুদকের উপসহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
ইজাহারকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু তিনি তা দাখিল না করায় গত বছর তার বিরুদ্ধে মামলা করে দুদক।
মুফতি ইজহার বর্তমানে পলাতক রয়েছেন।