সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ৪
সুনামগঞ্জের ধরমপাশার বিভিন্ন গ্রামে রোববার মধ্যরাতের কালবৈশাখী ঝড়ে শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন চারজন। নিহতরা হলেন- উপজেলার সুকাইরাজাপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামের কাচুমিয়া (৩৫), একই ইউনিয়নের মধুপুর গ্রামের শামসুদ্দিন (৬৫), দক্ষিণ সুকাইরাজাপুর ইউনিয়নের বড়কান্দা গ্রামের বেবী আক্তার (৮) এবং দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের দাকিয়া গ্রামের দুদু মিয়া (৪০)।
তাদের মধ্যে শামসুদ্দিন উপজেলার মধুপুর গ্রামের ইটভাটায় ইটের স্তুপের নিচে চাপা পড়ে নিহত হন। তিনি ওই ভাটার শ্রমিক ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় এসে বাড়িঘর গাছপালা লণ্ডভণ্ড করে দেয়। এ সময় ঝড়ের তাণ্ডব দেখে লোকজন বাইরে বেরিয়ে আসেন। উপজেলার মাটিকাটা, গাভিগ্রামসহ বিভিন্ন গ্রামে অন্তত শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসব গ্রামের গাছপালা ও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।