ইংল্যান্ড থেকে ফিরতে চাচ্ছে না বাংলাদেশি ধর্ষক
ইংল্যান্ডে এক কিশোরীকে ধর্ষণের সাজা কাটানোর পর বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে না এক ধর্ষক। তার নাম মোহাম্মদ হাসান (৪৭)। সে ইংল্যান্ডের নর্থ ইয়োর্কশায়ারের উপকূলীয় শহর কার্বোরাফে বসবাস করত। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে দেশটির আদালত তাকে সাত বছর কারাদণ্ড দেয়। তবে সে তিন বছর সাজা কাটিয়ে এখন মুক্তি পেয়েছে।
এখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসানকে বাংলাদেশে পাঠিয়ে দিতে চায়। কিশোরীদের নিরাপত্তার কথা ভেবে মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু হাসান এখন বাংলাদেশে ফিরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে।
হাসান জানায়, বাংলাদেশে পাঠানো হলে আমার মানবাধিকার লঙ্ঘিত হবে। সে জানায়, বাংলাদেশে ফিরে গেলে আমার স্ত্রী সাথে যাবে না। সে চায় আমাদের সন্তানরা ইংল্যান্ডেই বেড়ে উঠুক।
হাসান আরো জানায়, আমি বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমি এখানে শান্তিতে আছি। শান্তিতেই থাকতে চাই।
ব্রার্ডফোর্ডের ট্রাইব্যুনাল জানায়, হাসান ১৬ বছরের এক কিশোরীকে নেশা জাতীয় পানীয় পান করিয়ে অচেতন করে তার গাড়িতে ধর্ষণ করে। এবং পরে কিশোরীটিকে আবর্জনার মতো রাস্তার পাশে ফেলে রেখে যায়।