নারীর সম্মানে মধ্যপ্রাচ্যে আমিরাত শীর্ষে

UAE Womenনারীদের সঙ্গে ভাল আচরণ করার দিক থেকে সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে শীর্ষে এবং বিশ্বে ১৩২টি দেশের মধ্যে ৩৭তম অবস্থানে রয়েছে। বিশ্ব সামাজিক সূচকে নারীদের প্রতি সহিংসতা বা অপরাধের দিক থেকে সংযুক্ত আরব আমিরাত রয়েছে সর্বনিম্নে। এছাড়া হত্যার মত অপরাধ ও অপুষ্টি মোকাবেলায় আমিরাতের নারীরা ভাল করার পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে বেশ এগিয়েছে। খালিজ টাইমস
নারীদের সঙ্গে সার্বিক আচরণে এধরনের প্রতিবেদন তৈরি করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল এজেন্ডা কাউন্সিল। জরিপে নেতৃত্ব দিয়েছেন  হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক মিশেল পোর্টার। এধরনের সূচক তৈরিতে দেশগুলোর অর্থনৈতিক পরিস্থিতি ছাড়াও নারীদের আর্থ সামাজিক অবস্থান চিহ্নিত করা হয়েছে। সামাজিকভাবে নারীদের প্রয়োজনীয় ৫৪ বিষয় পূরণ সম্ভব হচ্ছে কি না তা দেখা হয়েছে।
আমিরাতের শেখ মোহাম্মদ বলেছেন, তার দেশে নারীদের প্রতি  এধরনের আচরণে সামাজিক সূচক ইসলাম ও ঐতিহ্যের পরিচায়ক। নারীদের প্রতি সম্মান দেখানো, সদয় হওয়া এবং তাদের প্রতি কখনো অন্যায় আচরণ না করা আমিরাতের নিজস্ব কৃষ্টির অংশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button