১৫ মের মধ্যে সর্বত্র বাংলা চালুর নির্দেশ

দেশের সব অফিস-আদালতসহ সবখানে বাংলা ভাষা প্রচলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ আগামী ১৫ মের মধ্যে কার্যকর করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে বাংলা পত্রিকায় বাংলায় বিজ্ঞাপন ও ইংরেজি পত্রিকায় ইংরেজিতে বিজ্ঞাপন দেয়ার বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। অন্য সব ক্ষেত্রেও বাংলা ভাষা প্রচলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের আগে বাংলা ভাষা প্রচলনে হাইকোর্টের আগের দেয়া আদেশ বাস্তবায়নে সরকারের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি হাইকোর্ট এক মাসের মধ্যে সব বিদেশি ভাষার বিজ্ঞাপন এবং গাড়ির নম্বর প্লেট বাংলায় পরিবর্তনের জন্য কেন নির্দেশ দেয়া হবে না সে বিষয়ে রুল জারি করেন।
রুলে দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে জবাব দিতে বলা হয়েছিল।
এ বিষয়ে আদালতে রিটকারী আইনজীবী ইউনুস আলী বলেন, ‘বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ এর ৩ নং ধারায় বলা হয়েছে, দেশের সব অফিস আদালতে বাংলা ভাষার প্রচলন করা হবে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button