বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার

যে কোন সময় নিজামী ও সাঈদীর রায়

Saydeস্বাধীনতাযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে কারাবন্দি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও দলের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর রায় যে কোনো দিন হতে পার বলে ধারণা করা হচ্ছে ।
রায়কে ঘিরে জামায়াত-শিবির ফের সহিংস হয়ে উঠতে পারে এমন আশংকায় সারাদেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সতর্ক করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবংদেলাওয়ার হোসাইন সাঈদীর রায় দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ইতোমধ্যেই বিভিন্ন জেলায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। তাদেরকে আগেভাগেই সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্র থেকে।
পেছনের অভিজ্ঞতার আলোকে নিজামীর এবং সাঈদীর রায়কে সামনে রেখে আগেভাগে এবার প্রস্তুতি নিয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।
জামায়াত-শিবিরের সংখাধিক্য আরেক জনপদ চাঁপাইনবাবগঞ্জে সাঈদী মুক্ত মঞ্চ গঠন করা হয়েছে। তবে পুলিশ বলছে, জামায়াতের অপতৎপরতা রুখতে এবার পুরোপুরি প্রস্তুত তারা।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর জন্মস্থান পিরোজপুরের জিয়ানগর নিয়ে প্রশাসন বেশ আতঙ্কে রয়েছে। এলাকায় স্বাভাবিকের তুলনায় নিরাপত্তা কর্মীদের সংখ্যা অনেক বেশি। বরিশাল থেকে এনে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। টহল বেড়েছে র‌্যাবের, সন্দেহভাজনদের দেহতল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button