লন্ডনের পাতাল রেলের কর্মীরা ২ দিনের ধর্মঘটে
ব্রিটেনের রাজধানী লন্ডনে পাতাল রেলের কর্মীরা ২ দিনের ধর্মঘট শুরু করেছেন। চাকরি থেকে কর্মী ছাঁটাই এবং কয়েকটি অফিস বন্ধের বিষয়ে সরকারের সঙ্গে আলাচনা ব্যর্থ হওয়ার পর তারা এ ধর্মঘটে গেছেন। তবে এতে যোগ দিয়েছেন রেল, নৌযান ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মীরা।
বছরে পাঁচ কোটি পাউন্ড বাঁচানোর জন্য ব্রিটিশ সরকার ২৫০টি টিকিট বিক্রির অফিস ও ৯৫০ জনকে চাকরি থেকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে সোমবার রাত ৯টা থেকে বুধবার রাত ৯টা পর্যন্ত ধর্মঘট করবে।
ধর্মঘটের ফলে শুধুমাত্র রাজধানী লন্ডনেই ৬০ কোটি পাউন্ড সমমূল্যের কর্মঘণ্টা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে। এছাড়া, আজ ও আগামীকাল বুধবার ব্যস্ত সময়ে মারাত্মক বিড়ম্বনায় পড়তে হবে যাত্রীদের।
শ্রমিক ইউনিয়নের নেতা মাইক ক্যাশ বলছেন, টিকিট অফিস বন্ধ এবং প্রায় ১,০০০ নিরাপদ চাকরি ছাঁটাই করার সিদ্ধান্ত থেকে পরিষ্কার হয়েছে যে, ডেভিড ক্যামেরনের সরকার বড় ধরনের অর্থনৈতিক কাটছাঁটের দিকে এগুচ্ছে।