স্কাইপির মাধ্যমে এনএইচএস-এর ডাক্তার নিয়োগ !
স্কাইপির মাধ্যমে ৫০ জন ভারতীয় ডাক্তার নিয়োগ করবে ন্যাশনাল হেলথ সার্ভিসেস। এক সূত্রে জানা যায়, দিল্লিতে খোলা হয়ে এনএইচএস-এর অ্যাসেসমেন্ট সেন্টার। সেখানেই আগামী সপ্তাহে ১৫০ জন আবেদনকারীর সাক্ষতকার নেয়া হবে স্কাইপির সাহায্যে। তাদের মধ্যে থেকে ৫০ জনকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে। যারা ব্রিটেনে গিয়ে ৪ বছর কাজ করার সুযোগ পাবেন।
যেহেতু ভারত ও ব্রিটেনে একই চিকিত্সা বিজ্ঞানের ট্রেনিংয়ে একই পাঠক্রম অনুযায়ী পড়ানো হয় তাই লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না আবেদনকারীদের। যদিও ভাষা পরীক্ষা দিতে হবে তাঁদের। স্কাইপির ইন্টারভিউয়ের পর মে মাসে ভাষা পরীক্ষা নেয়া হবে আবেদনকারীদের। এরপর আগামী আগস্ট থেকে কাজ শুরু করবেন তাঁরা।
সদ্য পাশ করা জুনিয়র ডাক্তারদের নিয়োগ করার উদ্দেশ্যেই এই স্বাক্ষতকার নিচ্ছে এনএইচএস। দুবছরের ট্রেনিং শেষ করা ডাক্তাররাও আবেদন করতে পারবেন।