ব্রাদারহুডকে প্রতিরোধ করতে মন্ত্রিসভার নির্দেশ
মুসলিম ব্রাদারহুড এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের প্রতিরোধ করতে নির্দেশ দিয়েছে মিশরের সেনাসমর্থিত মন্ত্রিসভা। বুধবার অন্তবর্তী মন্ত্রিসভা এক জরুরি বৈঠক শেষে নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেয়। এরফলে দেশটিতে ফের রক্তপাতের আশঙ্কা বাড়লো। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই খবর জানানো হয়। মন্ত্রিসভা পরিষ্কার ভাষায় বলেছে, এসব বিক্ষোভকারী এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। ফলে, রাজধানী রাবা আল-আদাবিয়া এবং নাহদা চত্বরে অব্যাহত উপস্থিতি এবং তার পরিণতি হিসেবে যেসব সন্ত্রাসবাদ ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটছে, তা আর গ্রহণযোগ্য হতে পারে না।
মন্ত্রিসভা থেকে আরো বলা হয়, এই ধরনের বিক্ষোভ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিসভা নির্দেশ দিচ্ছে। মিশর মন্ত্রিসভার এ নির্দেশের পর আশঙ্কা করা হচ্ছে, দেশটিতে নতুন করে বড় ধরনের রক্তপাত হতে যাচ্ছে। এর আগেও দেশটিতে গণহত্যা চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। এরপর থেকে এ পর্যন্ত সরকারি বাহিনীর হাতে কয়েকশ মানুষ নিহত হয়েছে, যার বেশিরভাগই ব্রাদারহুডের সদস্য।