৩শ’ বছরেরও বেশি পুরনো সংবাদপত্র সম্পর্কে জানা যাবে
ব্রিটিশ লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে নিউজরুম চালু
ব্রিটিশ লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে নিউজরুম চালু করা হয়েছে। এখানে ৩শ’ বছরেরও বেশি পুরনো সংবাদপত্র সম্পর্কে জানা যাবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
লন্ডনে ন্যাশনাল লাইব্রেরীর এই নতুন কেন্দ্রে দশনার্থীরা ঐতিহাসিক সংবাদপত্রগুলোর ৭৮ লাখ ‘স্ক্যান্ড’ পাতা এবং ব্রিটিশ ইন্টারনেট ডোমেইন ওয়েবসাইটের ৪৮ লাখ আর্কাইভ (যা মোট এক বিলিয়নেরও বেশি পৃথক ওয়েব পেজ) খুঁজতে পারবে।
এখানে ব্রিটিশ লাইব্রেরীর টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারিত খবরের সংগ্রহও রয়েছে। এতে ৪০ হাজারের অধিক অনুষ্ঠান সংরক্ষণ করা হয়েছে, যা ২০০৭ সাল থেকে সংগ্রহ করা হয়।
সংবাদপত্রগুলোর সংগ্রহ হচ্ছে ব্রিটিশ সিভিল ওয়ারের (১৬৪২-১৬৫১) সময় থেকে। এতে রয়েছে সমাজ, জনগণ, রাজনীতি ও বিভিন্ন ঘটনার অনন্য সমাহার এবং সংবাদপত্র ও সাময়িকীর ৭৫০ মিলিয়ন পাতা। ২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ তাকে (সেলভ) সংবাদপত্র ও সাময়িকীগুলো সাজানো রয়েছে। প্রায় প্রতি এলাকা এবং আঞ্চলিক ও দেশের সংবাদপত্র রয়েছে এই কেন্দ্রে। সংস্কৃতি মন্ত্রী সাজিদ জাভিদ এই নিউজ রুম উদ্বোধন করেন।