নাটোর জেলা জামায়াতের আমীর ও শিবির সভাপতি কারাগারে

নাটোরে জামায়াতের মিছিলে পুলিশের গুলি ও টিয়ারশেলে ২৬ নেতাকর্মী গুলি ও টিয়ারশেলে আহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসাইনকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, মাওলানা মতিউর রহমান নিজামী ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীসহ আটক জামায়াত নেতাদের মুক্তির দাবীতে গত ২২ এপ্রিল শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে বের করা মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নাটোর থানার এস আই নূরে আলম একই দিন রাতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী ও জেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসাইনসহ ২৫০ জনের নামে পুলিশের কাজে বাধা ও মারপিটের অভিযোগে দুটি মামলা করেন। বুধবার তারা নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মুন্নি জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, এ মামলায় নাটোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী আবু তালেবসহ আরো ১০ নেতাকর্মীকে ইতিপূর্বে আটক করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button