‘প্রথম হজ ফ্লাইট ২৭শে অগাস্ট’
২০১৪ সালের হজ যাত্রীদের প্রথম ফ্লাইট ২৭ অগাস্ট থেকে শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বুধবার দুপুরে মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এতে আরো জানানো হয়, ২৭ অগাস্ট থেকে হজ ফ্লাইট শুরু হয়ে তা শেষ হবে ২৮ সেপ্টেম্বর। এরপর ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে আসতে পারবেন। শেষ ফিরতি ফ্লাইট আসবে ৮ নভেম্বর। মন্ত্রী আরও জানান, এবার হজ ফ্লাইটের জন্য কোনো বিমান ভাড়া করা হবে না। বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া চারটি সর্বাধুনিক উড়োজাহাজের মাধ্যমেই এবারের হজ যাত্রী পরিবহন করা হবে। এর মধ্যে বাংলাদেশ বিমান ৫০ শতাংশ ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ হজ যাত্রী পরিবহন করবে বলে জানান মন্ত্রী। চলতি বছরে মোট এক লাখ দুই হাজার জন হজে যাবেন বলে জানানো হয়।