নদীতে লাশ, বনে লাশ, জঙ্গলে লাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘নদীতে লাশ, বনে লাশ, জঙ্গলে লাশ; শুধু লাশ আর লাশ।’ মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দল আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা লাশ দেখতে চান? না প্রতিকার চান?
বিএনপি ও ১৯ দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি সারাদেশে খুন-গুমের বিরুদ্ধে সাংগঠনিক রেড এলার্ট জারি করছি। খুন এবং গুমের উদ্দেশে যারাই আসবে তাদের ঘেরাও করে আটকে রাখবেন। সে পুলিশ হোক বা র‌্যাব হোক। আটকে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেন।’
মানুষের নিরাপত্তার জন্য মাঠে নামার ঘোষণা দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমি মাঠে নামতে চাইলে সরকার বালুর ট্রাক দিয়ে আমাকে আটকায়। তবে এবার আমি মাঠে নামবই।’ এ সময় উপস্থিত সকলের কাছে তিনি জানতে চান, ‘আপনারা কি মাঠে নামবেন?’
তিনি বলেন, ‘যাদের হাতে দেশের মানুষের জীবন নিরাপদ নয়, যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ক্ষতি হতেই থাকবে।’
খালেদা জিয়া বলেন, ‘লম্বা জামা আর মাথায় টুপি পড়লেই জঙ্গি হয় না। এটা মুসলমানের পোশাক। সবচেয়ে বড় জঙ্গি আবদুর রহমানকে আমরাই গ্রেফতার করেছি। আবদুর রহমান কে? আবদুর রহমান কার দুলাভাই, মির্জা আজমের। মির্জা আজম কি আওয়ামী লীগ করে না বিএনপি করে?

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button