স্যামসাংকে ৯৫০ কোটি টাকা জরিমানা
মেধাসত্ত্ব আইন লংঘনের দায়ে স্যামসাংকে ১১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার বা প্রায় ৯৫০ কোটি টাকা জরিমান করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। অ্যাপলকে এই টাকা দিতে হবে।
দুটি শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির মধ্যে আইনী লড়াইয়ে সান জোসের একটি ফেডারেল কোর্ট এই রায় দিল। মাসব্যাপী শুনানিকালে অ্যাপল স্যামসাংয়ের বিরুদ্ধে স্মার্টফোনের ফিচারের প্যাটেন্ট লংঘনের অভিযোগ আনে।
আদালত অ্যাপলের পক্ষে রায় দেয়। অ্যাপলের ‘স্লাইড টু আনলক’ ডিভাইসের পেটেন্টে লংঘনের জন্য স্যামসাংয়ের কাছ থেকে ২২০ কোটি ডলার জরিমানা দাবি করা হয়।
স্যামসাং এই অভিযোগ অস্বীকার করে উল্টো জানায় যে অ্যাপল ক্যামেরার ব্যবহার এবং ভিডিও প্রেরণ সংক্রান্ত তাদের স্মার্টফোনের দুটি পেটেন্ট লংঘন করেছে এবং এজন্য ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়।
মেধাসত্ত্ব আইন লংঘন নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক স্যামসাং ও অ্যাপল দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশে আইনী লড়াই চালিয়ে আসছে।
অ্যাপলের প্রযুক্তি ব্যবহারের অভিযোগে দু’বছর আগে স্যামসাংকে ৯৩ কোটি ডলার জরিমানা করেছে একটি আদালত। এখন উচ্চতর আদালতে বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।