মুক্ত মত প্রকাশে বাধা মানবাধিকারের জন্য হুমকি
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম মানুষের মৌলিক অধিকার। একটি গণতান্ত্রিক, সৃজনশীল ও অংশগ্রহণমূলক সমাজের বিকাশে মুক্ত গণমাধ্যম জরুরি। যেখানে মত প্রকাশ নিয়ন্ত্রণ করা হয় সেখানে এগুলি বাধাগ্রস্থ হয়। শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মিশরে আল-জাজিরা সাংবাদিকদের হয়রানি ও গ্রেফতারের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। দেশটিতে আজ আল-জাজিরার ২০ সাংবাদিকের বিচার শুরু হচ্ছে। রাশিয়াতে তথ্য স্বাধীনতা অবাধ নয় এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা সাংবাদিক গ্রেফতার ও নির্যাতিত হচ্ছে।
তিনি বলেন, সাংবাদিকদের দমন করা এবং মুক্ত মত প্রকাশে বাধা প্রদান করা যে কোন দেশের মানবাধিকারের জন্য হুমকিস্বরুপ।