কুর’আন ছেঁড়ায় অপরাধী সাব্যস্ত হলো ব্রিটেনের দুই নারী
যুক্তরাজ্যের এক ইংলিশ ফুটবল ম্যচে কুর’আনের পাতা ছেড়ার দায়ে দুই নারীকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। সম্প্রতি তাদেরকে ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী হিসেবে দোষী সাব্যস্ত করে দেশটির উচ্চ আদালত।
জুলি ফিলিপ্স (৫০) নামের এ মহিলা কুরআনের পৃষ্ঠা ছিড়ে কুরআনের ভক্তদের উপর ছুড়ে দেন। এভাবেই বার্মিংহামের ম্যজিস্ট্রেট কোর্টে শুনানী করা হয়। তার সাথে ছিলেন জিমমা পার্কিন নামের ১৮ বছর বয়সী এক তরুণী। এ দুই নারী উত্তর-পূর্ব ইংল্যন্ডের অধিবাসী।