ব্রিটেনের নিলাম অনুষ্ঠানে জোকোভিচ
ব্রিটেনে সাম্প্রতিক উইম্বলডনের শেষটা ভাল হয়নি শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের। ফাইনালে হারের তিক্ত স্বাদ নিয়েছেন এই সার্বিয়ান। তবে তাকে একবারেই হতাশ করেনি ব্রিটিশরা। সোমবার রাতে নিলামের মাধ্যমে প্রায় ১২ লাখ পাউন্ড সংগ্রহ করেন জোকো নিজের দাতব্য সংস্থার জন্য। ২০০৭ সালে সার্বিয়ার সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নিজ নামে দাতব্য সংস্থা গড়ে তোলনে টেনিস তারকা জোকোভিচ।
শিশুদের নিয়ে কাজ করতে থাকা এই সংস্থাটির তহবিল সংগ্রহের জন্য, সোমবার রাতে ব্রিটেনে একটি নিলাম অনুষ্ঠান ও ডিনারে অংশ নেন জোকো।
ম্যানচেস্টার ইউনাইটেডের সব খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি, নাওমি ক্যাম্বেলের একটি ব্রেসলেট ও রকস্টার রোনি উডের একটি গিটার তোলা হয় নিলামে।
রকস্টার রোনি উডের গিটারটি নিলামে কিনে নেন জোকোভিচ নিজেই। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে সার্বিয়ার সুবিধা বঞ্চিত ও অবহেলিত শিশুদের ভবিষ্যত উন্নয়নে।