ব্রিটেনে শিক্ষিকাকে হত্যাচেষ্টা : দুই ছাত্রী গ্রেপ্তার
স্কুলের গণিত বিভাগের এক শিক্ষিকাকে হত্যাচেষ্টার অভিযোগে দুই ‘টিনেজার’ ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ওয়েলস প্রদেশের চমক্রান হাইস্কুলে।
১৪ ও ১৫ বছর বয়সী ওই দুই ছাত্রীকে গতকাল স্কুলব্যাগে রাখা একটি ছুরিসহ গ্রেপ্তার করা হয়। গণিতের শিক্ষিকা অ্যালিসন ক্রেকে হত্যার পরিকল্পনা করেছিল অভিযুক্ত দুই ছাত্রী।
স্কুল কর্তৃপক্ষের বরাত দিয়ে ডেইলি মেইলের খবরে বলা হয়, ওই ছাত্রীরা মিসেস ক্রেকে হত্যার ব্যাপারে আলাপ করছিল। ক্রে সৌভাগ্যক্রমে তাদের কথোপকথন আড়িপেতে শুনতে পান। পরে তিনি স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশে খবর দেয়া হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
স্কুলটির পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে এমন দাবি করে পুলিশ বলছে, কেউ কোনোরকম হতাহত হয়নি। শিক্ষার্থীদের ভয়ের কিছু নেই।
এদিকে ওই দুই ছাত্রী কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল সে বিষয়ে পুলিশ স্পষ্ট করে এখনো কিছু বলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, গণিতের ওই শিক্ষিকা স্কুলে খুবই জনপ্রিয়। কয়েকদিন আগে তিনি অভিযুক্তদের কোনো একটি বিষয়ে বকাঝকা করেছিলেন। এই কারণে ওই দুই ছাত্রী তাকে হত্যার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করছে স্কুল কর্তৃপক্ষ।