বাংলাদেশে যাচ্ছে ইউরোপে নিষিদ্ধ ভারতীয় আম
ক্ষতিকর রাসায়নিক মেশানোর কারণে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিষিদ্ধ হওয়া ভারতীয় আম বাংলাদেশে পাঠানো হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে সোমবার প্রকাশিত এক খবরে বলা হয়, ইইউতে ভারত থেকে আম নিষিদ্ধ হলেও আমের নতুন বাজার পাওয়া গেছে। সেই বাজার হলো বাংলাদেশ। উড়িষ্যা থেকে দুসেহরি ও আম্রপালি আমের প্রথম চালানটি ট্রেনে করে শুক্রবার বাংলাদেশে হয়ে গেছে।
ভারতের উদ্যান বিভাগের পরিচালক সঞ্জীব চাধা বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে বাংলাদেশে প্রায় তিন টন আম পাঠিয়েছি। আমরা সেখানকার বাজার খতিয়ে দেখছি। সেখানকার সাড়া বুঝে আমরা রফতানি বাড়াব।’
তিনি বলেন, উড়িষ্যায় এই জাতের আম তাড়াতাড়ি পাকে। উত্তর ভারতে এই আম বেশ জনপ্রিয়।
অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর রাসায়নিক মেশানোর কারণে ১ মে থেকে ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় আম রফতানি নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ২০১৫ সাল পর্যন্ত বহাল থাকবে বলেও ইইউ জানিয়েছে।