গ্রিসে অভিবাসী বহনকারী নৌকা ডুবে নিহত ২২
গ্রিস অভিমুখী একদল অভিবাসী বহনকারী একটি ডিঙি নৌকা ডুবে অন্তত ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে চারটি শিশু রয়েছে। গ্রিসের উপকূলরক্ষীরা এ খবর জানিয়েছে। ১০ মিটার লম্বা ডিঙি নৌকাটি তীরে টেনে নেয়ার পর তা থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয় বলে তারা জানায়। আর চারটি লাশ উদ্ধার করা হয় সমুদ্র থেকে।
প্রতিবেশি তুরস্ক থেকে ৬৫ জনের মতো অভিবাসী এজিয়ান সাগর পার হয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সামোস দ্বীপের কাছে তাদের নৌকা ডুবে যায়।
গ্রিস কর্তৃপক্ষ এ পর্যন্ত ৩৬ জনকে জীবিত উদ্ধার করেছে যার মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে। এদের সবাইকে রাজধানী এথেন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে- আরো ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের জন্য হেলিকপ্টার ও জাহাজ নিয়ে অনুসন্ধান অভিযান চলছে।
ইউরোপে ঢোকার জন্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশের অভিবাসীরা গ্রিস বন্দরকে ব্যবহার করে। তবে এ পথে জীবনের ঝুঁকিও রয়েছে অনেক এবং এর আগেও বেশ কয়েকবার নৌকাডুবির ঘটনা ঘটেছে।