সৌদি ব্লগারের ৭ বছরের জেল
সৌদি ব্লগার রাইফ বাদাউয়িকে ৭ বছরের জেল ও ৬০০ দোররা মারার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। রাইফের বিরুদ্ধে অভিযোগ, ওয়েবসাইট ও টেলিভিশনে পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে অপপ্রচার করেছেন তিনি। রায়ের সাজা ভোগ করার কারণে গত বছরের জুন থেকে কারাগারে আছেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান ওয়াচ-এর মধ্যপ্রাচ্যেও উপ পরিচালক নাদিম হাউরি জানিয়েছেন, ধর্ম নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন একজন মানুষ। একবছর ধরে বন্দি রয়েছেন তিনি। ৭ বছরের জেল ও ৬০০ দোররার মুখোমুখি হতে হবে তাকে।
বাদাউয়ির আইনজীবী আবু আল খায়ের ওয়ালিদ হিউম্যান রাইটসকে বলেছেন, ‘
বিচারক আল হার্বি এ রায় দিয়েছেন। এ ব্যাপারে আগামি ৬ আগস্টেও মধ্যে আসামিকে জানানো হবে বলে আশা করা হচ্ছে। রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করা যাবে বলেও জানান তিনি।
রায়ের প্রতিক্রিয়ায় বাদাউয়ির স্ত্রী ইনসাফ হায়দর জানিয়েছেন, এখন কী করতে হবে আমি জানি না। আমার স্বামী কোনো ভুল করেনি। তিন সন্তান নিয়ে বর্তমানে লেবাননে বাস করছেন তিনি।
ইনসাফ হায়দর আরো জানান, আমার সন্তানদের নিয়ে আর সৌদি আরবে ফেরা হবে না। বাদাউয়িকে মুক্তি দেয়ার জন্য সৌদি আরবকে অনুরোধ করে একটি বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।