হজ-ওমরায় ষাটোর্ধ্বদের ভিসা দেয়া বন্ধ
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হজ ও ওমরা এজেন্সি’র পরামর্শে শিশু ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। মক্কা চেম্বার অফ কমার্সের হজ ও ওমরা কমিটির প্রেসিডেন্ট সাদ আল কুরাইশি হজ-ওমরা সংক্রান্ত এক সাক্ষাত্কারে জানিয়েছেন, যারা ফ্লু জাতীয় রোগের টিকা গ্রহণ করেনি এমন সব ব্যক্তিদের এবার হজের ভিসা দেয়া হবে না।
আরেক সাক্ষাত্কারে সৌদি আরবের বর্তমান অস্থায়ী স্বাস্থ্যমন্ত্রী আদেল ফকীহ জানিয়েছেন, শিশু ও ৬৫ বছর বয়সোর্ধ্ব হজ যাত্রীদের মার্স ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকায় অবস্থার প্রশমন না হওয়া পর্যন্ত এ কঠোরতা বলবত্ থাকবে।