মার্স ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জন
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে সৌদি আরবের জেদ্দা শহরে আরো তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মৃত তিনজনের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪শ’।
এতে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম সংক্ষেপে মার্স ভাইরাসে সৌদি আরবের স্থানীয় নাগরিকদের মাঝে বিরাজ করছে চাপা আতঙ্ক। আতঙ্কে আছে বাংলাদেশী প্রবাসীরাও। মার্স ভাইরাসের ভয়াবহতায় আতঙ্কিত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ও।