ক্ষমতার অপব্যবহারের মামলায় ফাঁসলেন ইংলাক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিপরীতে মঙ্গলবার তাকে থাই সাংবিধানিক আদালতে হাজিরা দিতে হলো।
আদালতের সিনেটরবৃন্দ ইংলাকের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেন। তাতে লেখা, ২০১১ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের তৎকালীন প্রধান উপদেষ্টা থাওউইল প্লিয়েনশ্রিকে বদলি করার সময় সকল বৈধ শর্ত পূরণ করেনি ইংলাক প্রশাসন। আর এ প্রক্রিয়াবহির্ভূত বদলির মাধ্যমে ইংলাকের দল আরও প্রতাপশালী হয়ে ওঠে।
অভিযোগের শুনানীর পর আগামী বুধবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
এ মামলা সম্পর্কে ইংলাকের রাজনৈতিক দল ফিউ থাই পার্টির মতামত নেয়া হয়েছে। তারা জানিয়েছে, সাংবিধানিক আদালতকে তারা পক্ষপাতদুষ্ট বলে মনে করে। আরও মনে করে থাইল্যান্ডের এলিট শ্রেণি ইংলাক সিনাওয়াত্রাকে প্রশাসন থেকে বের করার অসুস্থ উপায় হিসেবে এ প্রক্রিয়াকে বেছে নিয়েছে।