নিজস্ব স্মার্টফোন আনছে টেসকো
আজরাফ আল মূতী: এ বছরের শেষ নাগাদ নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে ব্রিটিশ চেইন খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান টেসকো। স্মার্টফোন ছাড়াও সেপ্টেম্বরে নিজেদের ট্যাবলেট হাউলের নতুন সংস্করণও বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত এ স্মার্টফোন ডিভাইসটি দেখতে অনেকটাই গ্যালাক্সি এস৫-এর মতো হবে।
টেসকোর প্রধান নির্বাহী কর্মকর্তা ফিলিপ ক্লার্কের দেওয়া তথ্য অনুযায়ী, স্মার্টফোনটিতে প্রতিষ্ঠানটির সেবাগুলোর অ্যাপ প্রি-ইনস্টল করা থাকবে। টেসকো নির্মিত ট্যাবলেট হাউলের নতুন সংস্করণ হাউল ২ বাজারে আসার পরপরই স্মার্টফোনটি বাজারে আনার পরিকল্পনা করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।