বাংলাদেশকে ১.২ বিলিয়ন ডলার দেবে জাইকা
আসন্ন অর্থবছরে বাংলাদেশকে ১.২ বিলিয়ন ডলার অর্থ সহযোগিতা দেবে জাইকা। আগামী বাজেটে বাংলাদেশের বিদ্যুৎ খাত ও ভৌত অবকাঠামো খাতে এই অর্থায়ন করা হবে বলে জানিয়েছেন জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ তাকাও তোদা।
মঙ্গলবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বাংলাদেশের ২০২১ সালে মধ্যম আয়ের দেশ গঠনের লক্ষ্যকে কেন্দ্র করে এ অর্থায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভূইয়া শফিকুল ইসলাম।