ভারতে ভয়াবহ মানবিক সংকটে রোহিঙ্গা শরণার্থীরা
ভারতে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। ইরানের প্রেস টিভির সংবাদদাতা নয়াদিল্লির অদূরে অবস্থিত একটি শরণার্থী শিবির পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন।
মিয়ানমারের উগ্র বৌদ্ধদের হাত থেকে কোনোমতে জীবন বাঁচিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বহু রোহিঙ্গা মুসলমান। কিন্তু এখানেও জীবনের নিশ্চয়তা নেই। নেই বেঁচে থাকার প্রধান উপাদান খাদ্য ও ওষুধ। শরণার্থী শিবিরের বাসিন্দা মুহাম্মদ হারুন এ সম্পর্কে প্রেস টিভিকে বলেছেন, আমরা চরম দুঃখ-কষ্টের মধ্যে আছি, বিশেষ করে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কষ্ট অনেক বেড়ে যায়। সম্প্রতি চিকিত্সার অভাবে আমাদের এক ভাই মারা গেছেন।
শাকুওরা বেগম নামের আরেক শরণার্থী বলেছেন, তার বাবাও চিকিত্সার অভাবে মারা গেছেন। তাদের সাহায্য করার মতো কেউ নেই। শিশুরা পর্যন্ত না খেয়ে ও বিনা চিকিত্সায় দিন কাটাচ্ছে। এ অবস্থা দীর্ঘদিন অব্যাহত থাকলে তাদের পুরো পরিবারই না খেয়ে নিঃশেষ হয়ে যাবে বলে এ মহিলা শরণার্থী মন্তব্য করেছেন।
ভারত ছাড়াও আরো কয়েকটি দেশে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা আশ্রয় নিয়েছেন। সেসব দেশে আশ্রিতদের অবস্থাও ভালো নয় বলে জানা গেছে। যদিও একদিন এসব শরণার্থীর জমি ও বাড়িসহ সবকিছুই ছিল। মিয়ানমার সরকারের অন্যায় আচরণ ও রাখাইনদের উগ্রতা তাদের সবকিছুই কেড়ে নিয়েছে।