ওবামার দুই মেয়েকে অনুসরণ : গাড়িচালক গ্রেফতার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়ের মোটর শোভাযাত্রা অনুসরণের অভিযোগে মঙ্গলবার এক গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হোয়াইট হাউসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, হোয়াইট হাউজের সংরতি এলাকায় প্রবেশের অভিযোগে ম্যাথু ইভান গোল্ডস্টেইন (৫৫) নামের গাড়িচালককে গ্রেফতার করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। গাড়িটির চালক ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসার মোটর শোভাযাত্রা অনুসরণ করছিলো বলে ধারণা করা হচ্ছে। মালিয়া ও শাসা স্কুল থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে।
হোয়াইট হাউস থেকে ২০০ মিটার দূরে সংরতি এলাকায় ওই গাড়িটি প্রবেশ করে। তাৎণিকভাবে সিক্রেট সার্ভিসের পোশাকধারী কর্মকর্তারা গাড়িটি থামায় এবং গাড়ির চালককে গ্রেফতার ও গাড়িটিতে তল্লাশি চালায়।
এ ঘটনার সময় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকরা আটকা পড়ে। ঘন্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই মোটর শোভাযাত্রায় ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসা ছিল। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস।