অ্যান্ড্রয়েড যন্ত্রের দাম বাড়িয়েছে গুগল
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে গোপন যোগসাজশের কারণে অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রের দাম বেড়ে যাচ্ছে অভিযোগ এনে মামলা দায়ের হয়েছে। আইটি সাময়িকী পিসি ওয়ার্ল্ড জানিয়েছে, অ্যান্ড্রয়েড যন্ত্র নির্মাতাদের সঙ্গে গোপন চুক্তি রয়েছে গুগলের; এ চুক্তি অনুযায়ী অ্যান্ড্রয়েড-চালিত যন্ত্রগুলোর ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগলকে যুক্ত করে দেয়া হচ্ছে। এ ছাড়া, এতে গুগলের তৈরি গুগল প্লে বা ইউটিউবের মতো অ্যাপসকেও প্রধান্য দেয়া হচ্ছে।
এমন চুক্তির কারণে অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবের দাম বেশি পড়ছে এবং শেষ পর্যন্ত এর ধকল পোহাচ্ছেন ক্রেতারা। মামলার অভিযোগে বলা হয়েছে, গুগলের প্রতিপক্ষগুলোকে যদি সমান সুযোগ দেয়া হতো তবে অ্যান্ড্রয়েড-চালিত ফোন বা ট্যাবের দাম কমে যেত।