বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না
আগামী ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৫ তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে জাতীয় রাজস্ব আদায় হয়েছে ৩ শতাংশ। আগামী ৫ বছরে আমাদের রাজস্ব আদায়ের টার্গেট ৫ শতাংশ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এম এ সামাদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।