বিশ্বের ক্ষুদ্রতম হোটেল
স্যুটকেস হোটেল। জার্মানির লুজেনাওয়ে মাত্র ৯ ফুট বাই ৪ ফুট ১০ ইঞ্চি আয়তনের কাঠের ঘর। এটাই বিশ্বের ক্ষুদ্রতম হোটেলের মর্যাদা পেয়ে আসছে। হোটেলটি ছোট হলে কী হবে, এর সেবা উপভোগ করার লোকের কমতি নেই। ২০০৪ সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি লোক এর আতিথ্য উপভোগ করেছেন। আর ভাড়া? প্রতিদিনের জন্য মাত্র ১৫ ইউরো। বিশেষ করে ছুটি কাটাতে আসা লোকজনের কাছে হোটেলটি বেশ সমাদৃত।
সেবার দিক থেকেও খুব কি পিছিয়ে আছে হোটেলটি? টয়লেট ও সিঙ্ক-সংবলিত বাথরুম আছে, বাঙ্ক বেড আছে। তবে একসাথে দুজনের বেশি অতিথি রাখা যায় না হোটেলে।
স্যুটকেস হোটেলটি নির্মাণ করেছেন অবসরপ্রাপ্ত রেলওয়ে ঠিকাদার ম্যাথিয়াস লেটারম্যান।
তিনি জানান, রেলওয়ের জাদুঘরের একটি বড় বাক্স তাকে দেয়া হয়েছিল। তিনি তার দুই বন্ধুকে দিয়ে এটাকেই হোটেলে পরিণত করেছেন।