আবুজায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শুরু
কঠোর নিরাপত্তার মাঝে নাইজেরিয়ায় গতকাল বুধবার শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের আফ্রিকাবিষয়ক তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলন। আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ নাইজেরিয়ার রাজধানী আবুজায় আয়োজিত এই সম্মেলনে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান, বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান নির্বাহী, শীর্ষ স্থানীয় অর্থলগ্নিকারী এবং কর্মপন্থা ও উন্নয়ন বিশেষজ্ঞসহ ৮০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন এই প্রথম পশ্চিম আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে। ২৪তম এই সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘সামষ্টিক প্রবৃদ্ধি : কর্মসংস্থান সৃষ্টি।’
এক হাজারেরও বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দেবে। এ ছাড়া এতে আফ্রিকা সফররত চীনের প্রধানমন্ত্রী লি কেকিং উপস্থিত থাকবেন। সোমবার এক প্রেস ব্রিফিংয়ে নাইজেরিয়ার অর্থমন্ত্রী ড. নেগাঝি ওকোনজোলোয়েলা বলেন, ২০২০ সালের মধ্যে তার দেশের অর্থনীতি বিশ্বের শীর্ষ স্থানীয় ২০ দেশের পর্যায়ে উন্নীত করার ভিশনকে সামনে রেখে সম্মেলনের প্রতিপাদ্য স্থির করা হয়েছে। তিনি বলেন, নাইজেরিয়া সরকার কর্মহীন যুবকদের কর্মসংস্থানে প্রয়োজনীয় দতা অর্জনের পন্থা উদ্ভাবনে ফোরামকে কাজে লাগাতে চায়। সম্মেলনে আফ্রিকার সব মানুষের সমৃদ্ধি এবং কর্মসংস্থানের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনের ল্েয সৃজনশীল সংস্কার ও বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।