১৪ হাজার কর্মী ছাটাই করবে বারক্লেস
ব্রিটেনের অন্যতম বিনিয়োগ ব্যাংক বারক্লেস ১৪ হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। এর অর্ধেকই হবে যুক্তরাজ্যের অভ্যন্তরের। ব্যাংক পরিচালনার নতুন কৌশল হিসেবে এই ছাটাইয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ব্যাংকটি জানিয়েছিল, লোকসান পোষাতে তারা ১০ থেকে ১২ হাজার কর্মী ছাটাই করবে।
বারক্লেস সরকারি চাহিদা এবং কোম্পানির ঋণের কারণে ইতিমধ্যেই বড় ধরনের লোকসানে আছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটি ২৮ শতাংশ রাজস্ব হারিয়েছে। এই ধকল কাটিয়ে উঠতে উঠতে ২০১৬ সাল নাগাদ আরো ৭ হাজার কর্মীকে চাকরি হারাতে হতে পারে।
ফলে সব মিলিয়ে ২০১৬ সাল নাগাদ মোট ১৯ হাজার কর্মীকে চাকরি হারাতে হবে যার ১০ হাজারই যুক্তরাজ্যের।