১০ বছর বয়সী দুই বৃটিশ শিক্ষার্থীর কাণ্ড !
বৃটেনের ওয়ারউয়িকশায়ারের একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থী তাদের শিক্ষিকার কফির সঙ্গে ‘ব্লিচ’ মিশিয়ে দিয়েছিল। ক্যালফ্যাম টেরাস কমিউনিটি প্রাইমারি স্কুলের এমা প্লেস নামের ওই শিক্ষিকা যখন ঘুরে দাঁড়িয়েছিলেন, তখনই তার ফ্লাক্সের কফিতে ব্লিচ মিশিয়ে দেয় ওই দুই শিশু। সৌভাগ্যবশত, ওই ক্লাসের অপর এক শিক্ষার্থী বিষয়টি শিক্ষিকাকে জানিয়ে দেয়ায় কোন দুর্ঘটনা ঘটেনি। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। ওই বিদ্যালয়ের এক মুখপাত্র জানান, কফিতে ব্লিচ মেশানো কতোটা গুরুতর, তা ওই দুই শিশু বুঝতে পারেনি। বৃটেনে ১০ বছর বয়সের কোন শিশু অপরাধ করলে, সেটা আইনের আওতায় পড়ে। ফলে, তাদের গ্রেপ্তার করা হতে পারে ও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে। তবে স্কুল কর্তৃপক্ষ শিশু দুটির বিরুদ্ধে কোন অভিযোগ গঠন করতে চায় না। ওই শিক্ষিকাও এমনটা চান না।