রায়ে প্রমাণ হয়েছে জামায়াত ফ্যাসিস্ট দল : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিবন্ধন বাতিল করা সংক্রান্ত হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, স্বাধীনতার বিরোধিতা করার পরও গত ৪২ বছরে তাদের মধ্যে অনুতাপ লক্ষ করা যায়নি। বরং তারা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড করে ফ্যাসিস্ট দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। হাইকোর্টের রায়ে এটাই প্রমাণিত হয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ সাংবাদিকদের বলেন, জামায়াত যে সন্ত্রাসী সংগঠন সেটা আবার প্রমাণ হলো। তারা যদি কোনো সহিংসতার চেষ্টা করে, তাহলে সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয়, তাদেরও সেভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন জামায়াত নিষিদ্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন বলেছেন, এ রায়ের ফলে তাদের আর রাজনীতি করার বৈধতা নেই। সভাপতিমণ্ডলীর অপর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করায় আরও আগেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল।