‘অবিলম্বে মুজিবুর রহমানকে ফিরিয়ে দিন’
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুর রহমান মুজিবকে অবিলম্বে সন্ধান দাবি করেছেন যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীবৃন্দ। বুধবার বিকালে পূর্ব লন্ডনের একটি রেস্তোরায় যুক্তরাজ্যে বসবাসরত আইনজীবীদের এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান।
ব্যারিস্টার আবুল মুনসুর শাহজাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোরশেদ। ব্যারিস্টার তমিজ উদ্দিন ও ব্যারিস্টার আলিমুল হক লিটনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার নূরণ নবী, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার আনোয়ার আহম্মেদ চৌধুরী, ব্যারিস্টার হাফিজুর রহমান, এডভোকেট আবূল হাসনাত, সলিসিটর শাহীনুর আলম, ব্যারিস্টার ডালিম, এডভোকেট শিবলী সাদিক, এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট আব্দুল মতিন, সৈয়দ জিল্লুল হক, আবদুল মজিদ কুটি, বাবূল মিয়া তালুকদার, আকরাম হোসেন, এডভোকেট রেহানুল কবীর রনি, আইনজীবী কূমকূম আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মামনুন মোরশেদ বলেন, সারা দেশে যেভাবে গুম খুনের রাষ্ট্রীয় কালচার শুরু হয়েছে এথেকে উত্তরনের জন্য আইনজীবীদের আন্দোলনের বিকল্প নেই। আইনজীবীরা আন্দোলন থেকে বিরত রাখলে গণতন্ত্রের আন্দোলন দুর্বল হবে। তিনি সবাইকে অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান জানান।