শান্তি আলোচনার জন্য আব্বাসের ২ শর্ত
ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনার জন্য সুস্পষ্টভাবে দুটি শর্ত দিয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাস। পশ্চিম তীরের রামাল্লাহ শহরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেছেন, ইসরাইলের কারাগার থেকে বন্দিদের মুক্তি দিলে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করলেই কেবল তেল আবিবের সঙ্গে আলোচনা শুরু হতে পারে।
এ সময় তিনি ১৯৬৭ সালের আগের সীমানা নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা জোরদারেরও অঙ্গীকার ব্যক্ত করেন যার রাজধানী হবে পূর্ব আল-কুদ্স।
গত মার্চ মাসে ইসরাইলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের ১০৪ জনের সর্বশেষ দলকে মুক্তি দিতে অস্বীকার করে ইসরাইল সরকার। এ ঘটনার পর ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেয় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ।
২০১৩ সালের জুলাই মাসে মার্কিন মধ্যস্থতায় নতুন করে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে এ আলোচনা শুরু হয়েছিল। তবে শুরু থেকেই ফিলিস্তিনি পক্ষ অবৈধ বসতি নির্মাণসহ কয়েকটি বিষয়ে আপত্তি জানিয়ে আসছিল। কিন্তু ইসরাইল এসব আপত্তি আমলেই নেয়নি। ফলে দু’পক্ষের মধ্যে এ আলোচনা বন্ধ হয়ে গেছে।