এবার সৌদি আরবে ভারতীয় মরিচ নিষিদ্ধ
উচ্চমাত্রার কীটনাশক থাকায় ভারত থেকে মরিচ আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। শুক্রবার মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। এর আগে একই কারণে ইউরোপিয়ান ইউনিয়ন ভারত থেকে আম এবং কয়েক ধরনের সবজি আমদানি নিষিদ্ধ করেছিল। ভারতীয় সবজির পঞ্চম বৃহত্তম আমদানিকারক সৌদি আরব।
রিয়াদে ভারতীয় দূতাবাসের রাজনীতি ও বাণিজ্যবিষয়ক সেকেন্ড সেক্রেটারি সুরিন্দর ভাগতের উদ্ধৃতি দিয়ে আরব নিউজ জানিয়েছে, সৌদি আরব ৩০ মে থেকে মরিচ আমদানি নিষিদ্ধ করেছে।
ভারতীয় মসল্লা বোর্ড জানিয়েছেন, ভারতের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য হলো মরিচ। ২০১৩ সালের এপ্রিল থেকে নভেম্বরে এক লাখ সাড়ে ৮১ হাজার টন মরিচ রফতানি করে ৩০ লাখ ডলার আয় করেছে।