ল্যাবএইড হাসপাতালের এমডিসহ ৫ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

অবহেলাজনিত কারণে রোগী মৃত্যুর অভিযোগে ল্যাবএইড হাসপাতালের কার্ডিয়াক বিভাগের পাঁচ ডাক্তারের বিরুদ্ধে মামলা হয়েছে। দাউদকান্দি পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিনের স্ত্রী মাহমুদা আহমদ বাদী হয়ে রোববার ঢাকার  মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত এ বিষয়ে শুনানি গ্রহণ করলেও আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।
বিবাদীরা হলেন ল্যাব এইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামিম, কনসালট্যাট ডা. এটিএম সোহরাব উজ্জামান,  কনসালট্যাট ও কার্ডিয়াক সার্জন ডা. মো. লোকমান হোসেন, সহকারী কার্ডিয়াক সার্জন ডা. শামিম এবং ডা. এমরান।
নিহতের স্বজনরা জানান, নাসির উদ্দিনকে গত ১জানুয়ারি চিকিৎসার জন্য এ হাসপাতালে আনা হয়। পরীা-নিরীার পর চিকিৎসকরা রোগীর হার্টে ব্লক আছে বলে জানান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ১৫ জানুয়ারি অস্ত্রোপচার করা হয়। ডাক্তারের তত্ত্বাবধানে থাকা অবস্থায় ১৩ এপ্রিল রোগীর অবস্থার অবনতি ঘটে। ২৫ এপ্রিল নাসির উদ্দিন মারা যান। ডাক্তারের অবহেলায় এ মৃত্যু হয়েছে বলে রোগীর স্বজনদের অভিযোগ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button