আল্লামা শফীর শারীরিক অবস্থার উন্নতি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন রাজধানীর খিলগাঁও আল খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১৫ মে পর্যন্ত ঢাকাতেই থাকবেন তিনি। আল্লামা শফী ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও জ্বরে ভুগছেন।
আহমদ শফী শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে বিমানযোগে ঢাকায় আসেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ওইদিনই গাজীপুরের ভোগড়ায় অবস্থিত খালিকিয়্যাহ দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় এক অনুষ্ঠানে যোগ দেন। রাতে ঢাকার ফরিদাবাদ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম মাদরাসার আরেকটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। শনিবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে খিলগাঁওয়ের আল খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।