ভারতের জাতীয় নির্বাচন শেষ হচ্ছে সোমবার
পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে খ্যাত ভারতের জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ সোমবার শেষ হচ্ছে। এবার নয় দফায় ৩৫ দিন ধরে ভোটগ্রহণ করা হয়েছে। সর্বশেষ দফায় সোমবার উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের ৪১টি আসনে ভোটগ্রহণ করা হবে। আগামী ১৬ মে শুক্রবার ৫৪৩ আসনের সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে।
তবে সোমবার সর্বশেষ দফার ভোট শেষে সন্ধ্যায় বুথ ফেরত ভোটারদের ওপর পরিচালিত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালে পরিচালিত বেশিরভাগ জনমত জরিপেই হিন্দু মৌলবাদী দল বিজেপির জয়ী হওয়ার আভাস দেয়া হয়েছে। গত ৭ এপ্রিল ভারতের ১৬তম সংসদ নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়।
নির্বাচন চলাকালে কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পথ ঘুরে প্রচারণা চালিয়েছেন। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী ঘুরেছেন ৪ লাখ ১০ হাজার কিলোমিটার।