হিজাব নিয়েই ইইউ পার্লামেন্ট নির্বাচনে লড়বেন গ্রিক নারী
ইউরোপীয় পার্লামেন্ট (ইপি) নির্বাচনে প্রথমবারের মতো লড়তে যাচ্ছেন গ্রিসের হিজাব পরিহিতা এক মুসলিম নারী। আগামী ২৫ মে’র নির্বাচনে বিজয়ী হলে আনা স্তামাউ নামের এই মুসলিম নারী হবেন হিজাবধারী প্রথম কোনো ইপি সদস্য।
নির্বাচনে আনাকে ইকো গ্রিন পার্টি গ্রিস মনোনয়ন দিয়েছে। দলটি পরিবেশবাদী সংগঠন ইউরোপীয় গ্রিন পার্টির সদস্য।
নির্বাচনে বিজয়ী হলে পরিবেশ ইস্যুগুলোর পাশপাশি গ্রিসের মুসলিমদের প্রতি বৈষম্য দূর এবং নাগরিক সম-অধিকার বাস্তবায়নে কাজ করার ঘোষণা দিয়েছেন আনা। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ন্যায়নীতি প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও জানান তিনি।
অর্থডক্স খৃস্টান পরিবারে জন্ম আনার। কিন্তু ইসলামে নিজের জীবনের প্রশ্নগুলোর খোঁজ পেয়ে ৩০ বছর বয়সে মুসলিম হন তিনি। ব্যবসা ব্যবস্থাপনায় গ্র্যাজুয়েট এবং একসময়ের যোগব্যায়াম প্রশিক্ষক আনা বিয়ে করেন এক মিশরীয় মুসলিমকে।